বর্ধমান: মাঠে ছিঁড়ে পড়ে থাকা সাবমার্সিবল পাম্পের তারের সংস্পর্ষে চলে আসায় মৃত্যু হল দুই চাষির। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার আউড়িয়া গ্রামে। মৃতদের নাম লক্ষ্মী সাঁতরা(৫৫) ও বিধান সাঁতরা(৪৮)। আউড়িয়া গ্রামেই দু’জনের বাড়ি। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। এ ভাবে দু’জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।
পুলিশ ও স্থানীয় সৃত্রে জানা গিয়েছে, জমির ফসল দেখভালের জন্য এদিন সকালে মাঠে যান বিধান সাঁতরা। সাবমার্সিবল পাম্পের বিদ্যুৎতের তার যে মাঠে ছিঁড়ে পড়ে ছিল তা তিনি দেখতে পাননি। রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই তারে পা জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ঠ হন তিনি। সেই সময় আশপাশে কেউ না থাকায় ওই অবস্থাতেই বেশ কিছুক্ষণ পড়েছিলেন তিনি। পরে গ্রামেরই অপর এক চাষি লক্ষ্মী সাঁতরা ওই পথ ধরেই মাঠে যাচ্ছিলেন। তবে প্রতিবেশী বিধানবাবুকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে তিনি ভাবেন, কোনও ভাবে হয়তো পড়ে গিয়েছে বা অসুস্থ হয়ে পড়ে গিয়েছে। ফলে তাঁকে তুলতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ছটফট করতে শুরু করেন। সেই সময় দূরে দাঁড়িয়ে থাকা কয়েক জন তা দেখে দৌড়ে গিয়ে সাবমার্সিবল পাম্পের মেন সুইচ বন্ধ করে দেন। তাঁরাই দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
মাঠে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মর্মান্তিক মৃত্যু দুই চাষির

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই কৃষক
you are in reality a gooɗ webmaster. The ѡeb site loading pace is amazing.
It sort of feels that you are doing any unique trick.
Moreover, The contents are masterpiece. you have performed
a great job on this matter!
Thank you for your very inspiring and encouraging comment. Stay with us