প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: ফের সৌজন্যের নজির তৈরি করল তৃণমূল। ভোটের ফল প্রকাশের পর থেকে ঘর-ছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরালেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। শুধু বাড়ি ফেরানো নয়। বর্ধমান উত্তর বিধানসভার রায়ান এলাকার তৃণমূল নেতৃত্ব রবিবার এই পরিবারগুলির কাছে চাল ডালও পৌঁছে দেন।
তৃণমূলের এই আচরণে আপাতত স্বস্তিতে বিজেপি কর্মীরা। রায়ান অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ জামালকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। বিজেপি কর্মী সামশের আলি এ দিন বলেন, ‘ভোটের ফল বেরোনোর পরে ভয়ে ঘর ছেড়েছিলাম। তৃণমূল নেতা জামাল ভাই আমাদের বাড়ি ফিরে আসতে বলেন। তাঁর কথায় আশ্বস্ত হয়েই এ দিন ফিরে আসি।’ ভবিষ্যতে তৃণমূলের সঙ্গে চলার কথাও ভাবছেন তাঁরা।
বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক এ প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কোথাও কোনও অশান্তি করা যাবে না। আমরা অশান্তি চাই না। শান্তি চাই। সকলে শান্তিতে থাকুন।’ শেখ জামাল বলেন, ‘আমাদের নেত্রী হিংসার বিরুদ্ধে। ব্লক সভাপতি কাকলি গুপ্তও সকলকে নিয়ে চলার কথা বলেছেন। আমরা চাই, ঈদের আগে বাড়ি ফিরে সবাই আনন্দে মাতোয়ারা হোক। পরবে ওঁদের নতুন জামাকাপড়ও আমরা কিনে দেব।’
এ প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্যামল রায় বলেন, ‘এই ঘটনা আমার জানা নেই। তবে যদি সত্যি হয়, তা হলে ভালো। ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে বলতে হবে।’ বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী রাধাকান্ত রায়ের বক্তব্য, ‘ভোটের ফল প্রকাশের পর থেকেই বহু বিজেপি কর্মী-সমর্থক আক্রান্ত হয়েছেন। অনেকে ঘরছাড়া। তৃণমূল শাসকদল। তাদের উচিত সকলকে ঘরে ফিরিয়ে আনা।’
আতঙ্কে ঘরছাড়া বিজেপি কর্মীদের ফিরিয়ে চাল-ডাল দিল তৃণমূল
