প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: করোনা পজিটিভ না হওয়া সত্ত্বেও রোগী করোনা আক্রান্ত বলে জানিয়েঅর্থ উপার্জন করছে বর্ধমান শহর এবং তার আশপাশের নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালগুলি ।
সোমবার পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য অধিকারিক প্রণব রায়ের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানালেন বর্ধমান দক্ষিণের নবনির্বাচিত বিধায়ক খোকন দাস।ওই সব বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমেরবিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রণবের কাছে দাবি জানিয়েছেন তিনি।
কোভিডের চিকিৎসার জন্যে নার্সিংহোমগুলি রোগীর পরিবারের থেকে অত্যধিক টাকা নিচ্ছে বলেঅভিযোগ পান খোকন। তাঁর কথায়, ‘বর্ধমান শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অজস্রনার্সিংহোম। তারই কয়েকটি করোনার চিকিৎসার নামে অনৈতিক ভাবে অর্থ উপার্জন করছে ।
এমনকী পজিটিভ না–হওয়া সত্ত্বেও রোগী করোনা আক্রান্ত বলে জানিয়ে নার্সিংহোম ও বেসরকারি বেশকিছু হাসপাতাল অর্থ উপার্জন করছে।‘ পরিকাঠামো না থাকলেও অনেক হাসপাতাল চিকিৎসার নামেরোগী ভর্তি নিয়ে কার্যত ব্যবসা চালাচ্ছে বলে তাঁর অভিযোগ।
বিধায়কের অভিযোগ প্রসঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় বলেন, ’ওঁর চিঠি পেয়েছি ।সরকারিচিকিৎসা ব্যবস্থা জেলায় যথেষ্ট ভালো। বেসরকারি ক্ষেত্রে কিছু অভিযোগ আসছে। শীঘ্রই ব্যবস্থা নেওয়াহবে’।