Onlooker desk: সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়েছিলেন নদীয়া জেলার প্রথম সারির প্রবীণ রাজনীতিক গৌরীশঙ্কর দত্ত। শেষমেশ বুধবার সন্ধ্যায় প্রয়াত হলেন তিনি। তেহট্টের বিদায়ী বিধায়ক গৌরীশঙ্করের বয়স হয়েছিল ৭০ বছর। কোভিডে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নদীয়া জেলার রাজনীতিতে তৃণমূলের মুখ ছিলেন গৌরীশঙ্কর। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। দীর্ঘদিন টানা দলের নদিয়া জেলা সভাপতির পদ সামলেছেন। শুধু জেলার রাজনীতি নয়, তিন বছর তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদও সামলেছেন। ২০১১ সালে দল তাঁকে তেহট্ট কেন্দ্রে প্রার্থী করে। কিন্তু রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়ের মাঝেও সে বার পরাজিত হন গৌরীশঙ্কর। ২০১৬ সালে অবশ্য একই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন তিনি। এ বার অবশ্য দল তাঁকে টিকিট দেয়নি। পরিবর্তে তাপস সাহাকে প্রার্থী করায় গত মার্চে বিজেপিতে যোগ দেন তিনি। দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে থাকার সুবাদে নদিয়া জেলায় তাঁর গ্রহণযোগ্যতা ছিল বিপুল। এদিন তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের পাশাপাশি বহু সাধারণ মানুষ।