বর্ধমান: শ্রমিকরা রান্না করার সময়ে গ্যাস সিলিন্ডার ফেটে হাসপাতাল চত্বরে জ্বললো আগুন। যা নিয়ে মঙ্গলবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের কাটোয়া মহুকুমা হাসপালে। আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে আসা রোগী তাঁদের পরিজন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয় হাসপাতালে। এর মধ্যে প্রবল বৃষ্টির জলে আগুন নিভে যাওয়ায় বড় বিপত্তি কিছু ঘটেনি। কোনও ক্ষয়ক্ষতিও হয়নি বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাটোয়া মহকুমা হাসপাতাল ভবনে বিদ্যুতের লাইন সংস্কারের কাজ করছে একটি সংস্থা। হাসপাতালের মূল ভবনের কাছাকাছি একটি ঘরেই থাকেন ওই সংস্থার শ্রমিকরা। সেখানেই তাঁরা রান্নাবান্না ও খাওয়াদাওয়া করেন। এদিন দুপুরে তাঁরা সেখানেই একটি ছোট গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন। হঠাৎ ওই সিলিন্ডারে আগুন ধরে যায়। শ্রমিকরা একটি লাঠি দিয়ে কোনও রকমে সিলিন্ডারটি ঘরের বাইরে বের করে দেন। তার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে আগুন জ্বলতে শুরু করে। তবে সেই সময়ে প্রবল বৃষ্টি হওয়ায় আগুন ছড়িয়ে যেতে পারেনি। দমকল বাহিনী আসার আগেই বৃষ্টির জলে আগুন নিভে যায়। কাটোয়া হাসপাতালে থাকা রোগীরা বলেন, গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন ধরে গেলেও বৃষ্টির কারণেই বড় বিপত্তির হাত থেকে রেহাই মিলেছে। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার শুভ্রজ্যোতি দে বলেন, ‘হাসপাতালের মূল ভবন থেকে কিছুটা দূরে ঘটনাটি ঘটেছে। এতে তেমন কোনও ক্ষতি হয়নি।’