মুর্শিদাবাদ: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সিপিএম সাংসদ আবুল হাসনাত খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। প্রবীণ এই বাম রাজনীতিক করোনা আক্রান্ত হওয়ার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। প্রায় ২০ দিন চিকিৎসা চলার পর শুক্রবার রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। শোক প্রকাশ করেছেন মুর্শিদাবাদের আরএক রাজনীতিক অধীর চৌধুরী। অধীর নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
১৯৪৬ সালে বিহারে জন্মগ্রহণ করেন আবুল হাসনাত খান। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রথম থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। টানা চার বারের বিধায়ক ছিলেন তিনি। এছাড়া দু’বারের সাংসদ। ২০০৪ সালের লোকসভা ভোটে তাঁকে জঙ্গিপুর আসনে পরাজিত করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়।
করোনায় প্রয়াত জঙ্গিপুরের প্রাক্তন সিপিএম সাংসদ
