Onlooker desk: অক্সিজেন নিয়ে গোডাউনে যাওয়ার সময় বিস্ফোরণে আগুন লেগে গেল সিলিন্ডার বোঝাই গাড়িতে। এই ঘটনায় ওই গাড়ির চালকের মৃত্যু হয়েছে। মৃতের বয়স আনুমানিক ৩০ বছর। গাড়ির খালাসিকে গুরুতর জখম হয়েছেন। শনিবার রাতে পানাগড় বাজারের ঘটনা। এদিকে বিস্ফোরণের পর দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। অন্যান্য সিলিন্ডারগুলিও ফাটতে শুরু করায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকসা থানার পানাগড় বাজার এলাকায় একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউন রয়েছে। এখান থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। ঘটনার রাতে ওই গাড়িতে করে ৬৪টি সিলিন্ডার অক্সিজেন রিফিল করে গোডাউনে আনা হচ্ছিল। গোডাউনে নিয়ে আসার আগেই গাড়ির মধ্যে কোনও ভাবে আগুন লেগে যায়। এতেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে শুরু করে। সেই সঙ্গে অক্সিজেন থাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতার জেরে আশপাশের বাড়ির কাচ ভেঙে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলেই মারা যান গাড়ির চালক। আর খালাসিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
অক্সিজেন নিয়ে যাওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু গাড়ি চালকের

দাউ দাউ করে জ্বলছে অক্সিজেন সিলিন্ডার বোঝাই সেই গাড়ি