শিলিগুড়ি: গত বছর মার্চে লকডাউনে বন্ধ হয়েছিল পার্কের দরজা। খুলেছিল অক্টোবরে। তা-ও দর্শকদের জন্য নানা বিধিনিষেধ মেনে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়াবাড়ির জেরে ফের বন্ধ হলো শিলিগুড়ির কাছে অবস্থিত বেঙ্গল সাফারি পার্ক। কাল, রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য তালা পড়ছে পার্কের গেটে। বন্যপ্রাণীদের দেখাশোনার জন্য কেবল কয়েকজন কর্মী নিয়মিত ভিতরে ঢুকে কাজ করতে পারবেন। শনিবার জু অথরিটির তরফে জারি করা নির্দেশিকায় এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
দেশজুড়ে লাগামহীন ভাবে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। শনিবার থেকেই রাজ্যজুড়ে কার্যকর হয়েছে আংশিক লকডাউন। ১৫ মে পর্যন্ত টয়ট্রেনের সমস্ত জয়রাইড বন্ধ রেখেছে রেল। এ বার বন্ধ করা হলো বেঙ্গল সাফারি পার্কও। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, সংক্রমণ রোধে যথেষ্ট নিরাপত্তা মেনে চলছেন তাঁরা। পশুপাখিদের উপরেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
লকডাউনের পর গত ২ অক্টোবর সাফারি পার্ক খুললেও লাভের মুখ সে ভাবে দেখেনি। পর্যটকদের ভিড় তেমন জমেনি করোনার আতঙ্কে। বেঙ্গল সাফারির এক কর্তা সংবাদমাধ্যমে বলেন, ‘করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে পার্ক বন্ধ রাখা হচ্ছে। ফের খোলার সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।’
সংক্রমণের জেরে ফের তালা বেঙ্গল সাফারি পার্কে
