বাঁকুড়া: মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে আরও চারজন ভর্তি হলেন বাঁকুড়ামেডিক্যাল কলেজ হাসপাতালে। এই নিয়ে ওই হাসপাতালে সাতজনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গমিলল। প্রথম তিনজনের অস্ত্রোপচারও হয়েছে।
দিনকয়েক আগে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি হন তিনজন। রেফার না করে চিকিৎসাশুরু করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর মিউকরমাইকোসিসের জন্য বাঁকুড়া মেডিক্যালকে রিজিওনালহাব হিসাবে চিহ্নিত করা হয়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই রোগের উপসর্গ নিয়ে ইতিমধ্যেইআসতে শুরু করেছেন মানুষ।
নতুন করে আসা চারজন পুরুলিয়া, ঝাড়গ্রাম, আসানসোল ও বর্ধমানের বাসিন্দা। সকলেই কোভিডেআক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে।
ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসার জন্য হাসপাতালে ইএনটি, চক্ষুরোগ, মেডিসিন–সহ একাধিক গুরুত্বপূর্ণবিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ১১ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বাঁকুড়া মেডিক্যালে। সর্বক্ষণওই চিকিৎসক টিমের পর্যবেক্ষণে রয়েছেন রোগীরা।