কলকাতা: সকাল সওয়া ন’টার আগে ওডিশার বালেশ্বরের কাছে স্থলভাগে আছড়ে পড়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। আর কয়েক ঘণ্টার মধ্যে দিঘা উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার পূর্বাভাস ঘূর্ণিঝড় ইয়াসের। তার আগেই অবশ্য শুরু হয়েছে বিপর্যয়। মঙ্গলবার থেকে বৃষ্টি, সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস।
বুধবার সকালে বাস চলাচলের মূল রাস্তায় উঠে আসে সমুদ্রের জল। বাজারঘাট ডুবেছে সমুদ্রের নোনা জলে। হু হু করে জল ঢুকে কার্যত ভাসছে দিঘা। ভয়ঙ্কর তীব্রতা নিয়ে সমুদ্রের ঢেউ গার্ডওয়াল পেরিয়ে প্লাবিত করছে শহরকে।
পরিস্থিতির উপরে নজর রাখছেন প্রশাসনের আধিকারিকরা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রস্তুত
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
একই দুর্যোগ ও দুর্ভোগের চিত্র দুই ২৪ পরগনায়। বসিরহাট মহকুমার সংগ্রামপুর পশ্চিমপাড়ায় ১০০ ফুটের মতো বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এলাকা। যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন গ্রামবাসীরাই। সুন্দরবনের হিঙ্গলগঞ্জের হাটগাছা, শীতুলিয়া রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে
প্লাবিত হয়েছে গ্রাম।
গৌড়েশ্বর নদীর তীরে কোথাও বাঁধ ভেঙে, কোথাও বাঁধ উপচে গ্রামে ঢুকছে জল। মিনাখাঁর মালঞ্চ ও চৈতলে একই অবস্থা বিদ্যাধরী নদীতে।
দিঘায় ভাসছে বাজার-রাস্তাঘাট, বসিরহাটে বাঁধ মেরামতি গ্রামবাসীদের

জলে ভাসছে দিঘা