বর্ধমান: ফের জাতীয় সড়কে দুর্ঘটনা। এ বার দুর্ঘটনায় প্রাণ গেল এক পুলিশ কনস্টেবলের। গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক সাব-ইনস্পেক্টর। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে জামালপুর থানার জৌগ্রাম এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত কনস্টেবলের নাম শঙ্কর দাস (৫১)। আশঙ্কাজনক অবস্থায় সাব ইনস্পেক্টর বিপ্লব দানাকে ভর্তি করা হয়ে কলকাতার একটি হাসপাতালে। জামালপুর থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
দুর্গাপুরের নিউ টাউন থানায় কর্মরত এই দুই পুলিশ কর্মীর বাড়ি হুগলি জেলার সিঙ্গুরে। এদিন সকালে দুই পুলিশ কর্মী একটি স্কুটিতে চড়ে ২ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। পথে জামালপুরের জৌগ্রাম এলাকায় তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। রক্তাত অবস্থায় দু’জনকেই রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখা যায়। পাশেই পড়েছিল স্কুটিটি। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে বর্ধমানের অনাময় সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে কিছু সময় বাদেই মারা যান শঙ্কর। বিপ্লবকে তাঁর পরিবারের লোকজন কলকাতার হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান।
জামালপুর থানার পুলিশের প্রাথমিক অনুমান, পিছন দিক থেকে কোনও ট্রাক বা লরি স্কুটিটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর, জখম এক সাব ইনস্পেক্টর
