মালদা: কচুরিপানা সরাতেই গঙ্গায় ভেসে উঠল দু’টি দেহ। দেহগুলি কমলা রঙের প্লাস্টিকে মোড়া ছিল। কিন্তু দেহগুলি কোভিডে মৃতদের কি না, সেটা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মালদার মানিকচকের উত্তর কেশরপুর এলাকায়।
গত মাসে উত্তর প্রদেশ, বিহারের গঙ্গায় ভেসে আসে কোভিডে মৃতদের দেহ। এ বার মালদার গঙ্গায় একই রকম ভাবে দেহ ভেসে আসতে দেখে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। উত্তর প্রদেশে করোনা রোগীর দেহ নদীতে ফেলার ভিডিয়ো ভাইরাল হতেই মালদা জেলা প্রশাসনকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিল নবান্ন। মানিকচক ঘাটটি ঝাড়খণ্ড-লাগোয়া। একদিকে মালদা, অন্যদিকে রাজমহল। ঘাটগুলিতে অতিরিক্ত নৌকা ও বাহিনী মোতায়েন রাখতে বলা হয়েছিল।
এ দিন মালদার গঙ্গায় দেহ ভেসে ওঠা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, ‘দু’ তিন দিন ধরে কমলা প্লাস্টিকে মোড়া কিছু জিনিস ভাসতে দেখছি গঙ্গায়। শুক্রবার দেখি, ওই প্লাস্টিকে মোড়া দেহ।’
এলাকাবাসীর থেকে খবর পেয়ে শুক্রবার সকালে দেহ উদ্ধার করতে পৌঁছন পুলিশ-প্রশাসনের আধিকারিকরা। দেহগুলি বেশ কয়েক দিনের পুরোনো বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। সেগুলি কোথা থেকে এস, তা নিয়ে খোঁজখবর করা হবে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। গঙ্গার ধারেই মাটি খুঁড়ে দেহগুলি পুঁতে ফেলা হবে বলে জানানো হয়েছে। মানিকচকের এক প্রশাসনিক কর্তা সংবাদমাধ্যমে বলেন, ‘খবর পেয়ে পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে গিয়েছে। ভেসে আসা দেহ সৎকারের ব্যাপারে রাজ্য সরকারের নির্দেশিকা মানা হবে।’
মালদার গঙ্গায় মিলল কমলা প্লাস্টিকে মোড়া দুই দেহ, কোভিড সন্দেহে আতঙ্ক

প্রতীকী চিত্র